১৯৯৯ সালের পরে আমফান দ্বিতীয় অতি মারাত্মক ঘূর্ণিঝড়; জানালেন IMD প্রধান

Spread the love

আমফান অত‍্যন্ত শক্তিশালী একটি ঝড় হয়ে স্থলভাগে আছড়ে পড়বে ২০ মে ৷ মঙ্গলবার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ও ভারতীয় আবহাওয়া অফিস (IMD) যৌথ সাংবাদিক বিবৃতিতে ফের সতর্ক করল৷ NDRF-এর ডিরেক্টর জেনারেল এস এন প্রধান জানালেন, আমফান সামলাতে ২৪টি দলের বাহিনী নামানো হয়েছে৷

ভারতীয় হাওয়া অফিসের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, আমফান প্রচণ্ড শক্তিশালী একটি ঘূর্ণিঝড়৷ ১৯৯৯ সালে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুপার সাইক্লোনের পরে দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়৷ তাঁর কথায়, ‘সমুদ্রে আমফানের গতি এখন ২০০ থেকে ২৪০ কিমি প্রতি ঘণ্টা৷ এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে বাঁক নিচ্ছে ৷’

NDRF-এর ডিরেক্টর জেনারেল জানান, বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৫টি দল পাঠানো হয়েছে ওডিশায়৷ তারা সেখানকার মানুষদের সচেতন ও উদ্ধারকাজ চালাচ্ছে ৷ ১৯টি টিম পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে ৷

IMD-এর প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানালেন, পশ্চিমবঙ্গে এই ঝড় দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে তাণ্ডব চালাবে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*