ছবি- রাজীব মুখোপাধ্যায়
শ্যামবাজার মেট্রো স্টেশন এর কাছে ৮ নং ওয়ার্ডের শ্যাম পার্কে ‘আমরা চিত্রপ্রেমী’ নামক একটি ফটোগ্রাফি ক্লাব এর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো এক রঙিন বসন্ত উৎসব। রবীন্দ্র নৃত্য, গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত বয়সের মানুষ বসন্তের আঙিনায় উৎসবে মাতোয়ারা হয়ে উঠলেন। রঙিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় হাজারো মানুষ একত্রিত হয়েছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের পুরপ্রতিনিধি পার্থ মিত্র ও বোরো ৩ এর চেয়ারম্যান অনিন্দ্য রাউত। এই অনুষ্ঠান এবছর চতুর্থতম বর্ষে পদার্পণ করলো।
ক্লাবের মূল উদ্যোক্তা রাজীব মুখার্জী সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা উদ্যোক্তারা নিজেদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সদস্যদের উদ্দীপনা, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানটা করে থাকি। এই অনুষ্ঠানের জন্য কোনো সদস্য বা অতিথিদের থেকে কোনো টাকা নেওয়া হয়না। স্বইচ্ছায় কেউ আর্থিক সাহায্য করেন। বর্তমানে এই সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় ১২০০। যারা ফটোগ্রাফি শিখতে ইচ্ছুক তাদের বিনামূল্যে ফটোগ্রাফি শেখায় সংগঠনের সদস্যরা।
Be the first to comment