অপর্ণা দাস,
বরাহনগর ভট্টাচার্য পাড়ার খুবই পুরোনো কালীপুজো। বিনা চাঁদায় ওনারা পুজো করে থাকেন। তাঁদের এই বছরের থিম সাবেকিয়ানায় ফিরে আসা। এদিন বেশকিছু পুজো উদ্যোক্তাদের সঙ্গে এবং প্রতিমা শিল্পীর সঙ্গেও কথা বললো রোজদিন.ইন-এর প্রতিনিধি। ভীষণ সুন্দর মা-এর প্রতিমা। মা যেনো এখানে নিজের রূপে অবতীর্ণ হয়েছেন।
আমরা সবাই ক্লাব-এর বিশেষ আকর্ষণ হলো পুজোর পরের দিন মহাভোজ। সঙ্গে থাকে মহিলাদের নিয়ে একটি সংস্কৃতি অনুষ্ঠান, খেলাধূলা, বস্ত্র বিতরণ। চলে চণ্ডীপাঠও।
দেখুন ভিডিও!
Be the first to comment