একপ্রকার জোর করেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল অমরিন্দর সিংকে। তারপরই দলে আর থাকবেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পরই জল্পনা শুরু হয়েছে বিজেপিতে যোগ দেওয়ার। এরই মধ্যে শোনা গেলো, বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে দেখা করতে পারেন তিনি। বিজেপিতে যোগ দিলে তাঁকে মন্ত্রীসভায় জায়গাও দেওয়া হতে পারে, এমনটাই সূত্রের দাবি।
আগামী বছরের শুরুতেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন, তার আগেই কংগ্রেস ছাড়ার পরিকল্পনা করছেন অমরিন্দর সিং, এমনটাই সূত্রের খবর। নিজেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেও তাঁকে যে অপমান করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে, তা ভালভাবেই বুঝিয়ে দিয়েছেন অমরিন্দর সিং। তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে, এই নিয়ে জল্পনার মাঝেই বুধবার রাতেই তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে দেখা যায়। ৪৫ মিনিট দীর্ঘ সেই বৈঠক ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা।
অমরিন্দর সিং বিজেপিতে যোগদান জল্পনা উড়িয়ে দিলেও সূত্রের দাবি, বৃহস্পতিবারই তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে পারেন। সেখান থেকেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্যও যেতে পারেন।
সূত্র মারফত জানা গিয়েছে, অমরিন্দর যদি বিজেপিতে যোগ দেন, তবে মন্ত্রিসভায় তাঁকে জায়গা দেওয়া হতে পারে। কৃষিনির্ভর রাজ্য পঞ্জাব থেকে আসায় তাঁকে সম্ভবত কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর পদই দেওয়া হতে পারে। যদি অমরিন্দর বিজেপিতে নাও যোগদান করেন, তবে আলাদা দল তৈরি করতেও সাহায্যের আশ্বাস দিয়েছে বিজেপি, এমনটাই জানা গিয়েছে।
Be the first to comment