রাষ্ট্রপতির পর উপরাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী নিয়েও চমক দিতে চলেছে এনডিএ শিবির? সূত্রের খবর, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নাম নিয়ে আলোচনা চলছে এনডিএতে৷ আগামী ৬ অগস্ট উপরাষ্ট্রপতি পদে নির্বাচন৷ ওই পদে বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে ১০ অগস্ট৷ তাই এর মধ্যে উপরাষ্ট্রপতি নির্বাচন সেরে ফেলতে হবে সরকারকে৷ ৮০ বছরের ক্যাপ্টেন এখন লন্ডনে৷ সেখানে তাঁর পিঠে অস্ত্রোপচার হওয়ার কথা৷ এদিকে ১৯ জুলাই উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন৷
রাজ্য ও জাতীয়স্তরে দুরন্ত পারফরম্যান্স ক্যাপ্টেনের৷ দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক কেরিয়ারে চারবারের বিধায়ক, দু’বার মুখ্যমন্ত্রী হয়েছেন৷ ১৯৮০ থেকে ২০১৪ সাল পর্যন্ত লোকসভার সাংসদ ছিলেন৷ পঞ্জাবের বিধানসভা ভোটের আগে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেন অমরিন্দর৷ বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁর৷ অনেকেই ভেবেছিলেন, তিনি বিজেপিতে যোগ দেবেন৷
কিন্তু পঞ্জাব লোক কংগ্রেস নামে নিজের দল তৈরি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ যদিও এবারের বিধানসভা ভোটে তেমন দাগ কাটতে পারেনি অমরিন্দরের দল৷ শুধু তাই নয়, এই প্রথম নিজের কেন্দ্র পাতিয়ালাতেও হেরে যান ক্যাপ্টেন৷ সূত্রের খবর, লন্ডন থেকে ফিরে আসার পর নিজের দলকে বিজেপির সঙ্গে মিলিয়ে দেবেন অমরিন্দর৷ লন্ডন যাওয়ার আগে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন পঞ্জাবের দু’বারের মুখ্যমন্ত্রী৷ যদিও দু’পক্ষের তরফে কেউ এ নিয়ে মুখ খোলেনি৷
Be the first to comment