উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী অমরিন্দর? তুঙ্গে জল্পনা

Spread the love

রাষ্ট্রপতির পর উপরাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী নিয়েও চমক দিতে চলেছে এনডিএ শিবির? সূত্রের খবর, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নাম নিয়ে আলোচনা চলছে এনডিএতে৷ আগামী ৬ অগস্ট উপরাষ্ট্রপতি পদে নির্বাচন৷ ওই পদে বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে ১০ অগস্ট৷ তাই এর মধ্যে উপরাষ্ট্রপতি নির্বাচন সেরে ফেলতে হবে সরকারকে৷ ৮০ বছরের ক্যাপ্টেন এখন লন্ডনে৷ সেখানে তাঁর পিঠে অস্ত্রোপচার হওয়ার কথা৷ এদিকে ১৯ জুলাই উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন৷

রাজ্য ও জাতীয়স্তরে দুরন্ত পারফরম্যান্স ক্যাপ্টেনের৷ দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক কেরিয়ারে চারবারের বিধায়ক, দু’বার মুখ্যমন্ত্রী হয়েছেন৷ ১৯৮০ থেকে ২০১৪ সাল পর্যন্ত লোকসভার সাংসদ ছিলেন৷ পঞ্জাবের বিধানসভা ভোটের আগে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেন অমরিন্দর৷ বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁর৷ অনেকেই ভেবেছিলেন, তিনি বিজেপিতে যোগ দেবেন৷

কিন্তু পঞ্জাব লোক কংগ্রেস নামে নিজের দল তৈরি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ যদিও এবারের বিধানসভা ভোটে তেমন দাগ কাটতে পারেনি অমরিন্দরের দল৷ শুধু তাই নয়, এই প্রথম নিজের কেন্দ্র পাতিয়ালাতেও হেরে যান ক্যাপ্টেন৷ সূত্রের খবর, লন্ডন থেকে ফিরে আসার পর নিজের দলকে বিজেপির সঙ্গে মিলিয়ে দেবেন অমরিন্দর৷ লন্ডন যাওয়ার আগে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন পঞ্জাবের দু’বারের মুখ্যমন্ত্রী৷ যদিও দু’পক্ষের তরফে কেউ এ নিয়ে মুখ খোলেনি৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*