অমৃতসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তদন্ত করবেন জলন্ধরের ডিভিশনাল কমিশনার, জানালেন অমরিন্দর সিং

Spread the love
দশমীর সন্ধ্যায় অমৃতসরে রাবণের কুশপুত্তলিকা দাহ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গিয়েছে ৬১ জনের। আহত অন্তত ৭২। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, জলন্ধরের  ডিভিশনাল কমিশনার দুর্ঘটনা সম্পর্কে তদন্ত করবেন।  রিপোর্ট জমা দিতে হবে চার সপ্তাহের মধ্যে।
শুক্রবার দুর্ঘটনার পরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মৃতদের নিকটাত্মীয়রা পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবেন। শনিবার তিনি বলেন, অবিলম্বে প্রশাসন অমৃতসরের কালেক্টরকে তিন কোটি টাকা দেবে। তাঁর হাত দিয়ে ক্ষতিপূরণের অর্থ বিলি করা হবে।
অমৃতসরের জোড়া ফটক নামে যে এলাকায় শুক্রবার দুর্ঘটনা ঘটেছিল, সেখানে শনিবার বিক্ষোভ দেখান বহু মানুষ। তাঁরা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। ঘাতক ট্রেনের চালকের শাস্তির দাবি করেন। ইতিমধ্যে রেলপুলিশ চালককে আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে গিয়েছে পঞ্জাব পুলিশের কম্যান্ডো বাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স ।
রেল থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, লাইনের আশপাশে যেভাবে শুক্রবার মানুষ জড়ো হয়েছিল, তা অনধিকার প্রবেশের শামিল। যেখানে দুর্ঘটনা হয়েছে, তার কাছে আছে দুটি ম্যানড লেভেল ক্রসিং। দুর্ঘটনার সময় দুটিই বন্ধ ছিল। রেলকে জানানোও হয়নি যে ঠিক ওইখানে দশেরা উৎসব পালন করা হবে।
মুখ্যমন্ত্রী এদিন হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। সকালে হাসপাতালে গিয়েছিলেন পঞ্জাবের মন্ত্রী নভজ্যোৎ সিং সিধু। তিনি বলেন, সকলকে বুঝতে হবে, পুরো ব্যাপারটা দুর্ঘটনা। কারও হয়তো ভুল হয়ে থাকতে পারে।  কিন্তু সেই ভুল ইচ্ছাকৃত নয়। পঞ্জাবের রাজ্যপাল ভি পি সিং বাদনোর এদিন সকালে ঘোষণা করেন, দুর্ঘটনা নিয়ে তদন্ত হবে। যারা দোষী তারা ছাড়া পাবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*