দশেরার দিন মৃত্যুপুরি অমৃতসর, রক্তে ভেসে গেলো গোটা এলাকা; পড়ুন বিস্তারিত!

Spread the love
দশেরার দিন মৃত্যুপুরি অমৃতসর ৷ রক্তে ভেসে যাচ্ছে গোটা এলাকা ৷ ৬১ জনেরও বেশী মানুষের মৃত্যুর খবর মিলছে এখনও ৷ কিন্তু আরও বাড়তে পারে মৃতের সংখ্যা ৷ প্রত্যক্ষদর্শীদের ক্ষোভ, প্রশাসনিক গাফিলতিতেই ঘটেছে এই ঘটনাটি ৷ ২০০ জন ছাড়িয়ে যেতে পারে মৃতের সংখ্যা ৷
রেল লাইনের থেকে বেশ কিছুটা দূরে প্রতি বছরের মতই দশেরা পালন হচ্ছিল ৷ সেই সময় রাবণ বধ দেখতে রেল লাইনের পাশে দাঁড়িয়েছিলেন উৎসুক জনতা ৷ এর মধ্যে ছিলেন মহিলা শিশুরাও ৷ এমন সময় রাবণের ভিতরে থাকা বাজি ফাটতে শুরু করে ৷ রকেট এবং বাজি ছিটকে আসে ভিড়ের দিকে ৷
দশেরা উপলক্ষ্যে সেজে উঠেছিল অমৃতসরের চৌরা বাজারের জোরা ফটক ৷ চলছিল রাবণ বধের পালা ৷ কিন্তু আচমকাই ছন্দপতন ৷ রাবণের কাঠপুতুলের ভিতরে থাকা বাজি ফাটতে শুরু করে ৷ আগুনের ফুলকি ছড়িয়ে ছিটিয়ে পড়ে এদিক ওদিক ৷ আতঙ্কে এলাকা ছেড়ে পালাতে শুরু করেন দর্শনার্থীরা ৷ বেশ কিছুটা দূরে থাকা রেল লাইনের উপরে উঠে আসেন কয়েকশো দর্শনার্থী ৷ এরপরই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা ৷ ৫০ জনকে পিষে দিল চলন্ত ট্রেন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ ট্যুইটে তিনি বলেন, ‘এই ঘটনায় কোনও বলার ভাষা পাচ্ছিনা ৷ পঞ্জাবে দশেরা উদযাপন একটি বড়সড় অনুষ্ঠান ৷ তারমধ্যেই এই ঘটনা ভীষণ মর্মান্তিক ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমি ৷’
অমৃতসরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ তিনি ট্যুইটে বার্তায় বলেন, ‘‘এই মুহূর্তে রাজ্য সরকার এবং কংগ্রেসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করুক এটাই চাই ৷ এর পাশাপাশি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানাই ৷ যে সকল মানুষ দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷
উল্লেখ্য, অমৃতসরে দুটি ট্রেনের ধাক্কায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে ৬০ ৷ মৃতের সংখ্যা দুশো ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা ৷ ঠিক কী ঘটেছিল ? অমৃতসরে রেললাইনের উপর দাঁড়িয়ে রাবণ বধ দেখছিলেন উৎসুক জনতা৷ সেসময় চলন্ত ট্রেন এসে পিষে দিল তাঁদের৷ কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের চাকার তলায় পিষ্ট হলেন অসংখ্য মানুষ৷ কয়েক সেকেন্ডের ব্যবধানে অমৃতসরের চৌরা বাজারের যোধা ফটক এলাকা পাল্টে গেল মৃত্যুপূরীতে৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রেললাইনের পাশে দাঁড়িয়ে রাবণ বধ দেখছিলেন প্রায় ৫০০ থেকে ৭০০ জন মানুষ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*