রোজদিন ডেস্ক:- অমৃতসর থেকে হাওড়গামী মেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটলো। হাওড়া মেলের জেনারেল কোচে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। পঞ্জাবের ফতেগড় সাহিব জেলার সিরহিন্দ রেল স্টেশনের কাছে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে এক মহিলাসহ মোট চারজন জখম হয়েছেন। ট্রেনটির জেনারেল কামরায় একটি বালতি ভর্তি বাজি রাখা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে বলে অনুমান। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। আগুন লেগে যায় কামরাটিতে। আতঙ্কে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিন প্রায় ২০ জন যাত্রী। তাদের মধ্যেই ৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
আহতরা হলেন বিহারের ভোজপুরের বাসিন্দা অজয় কুমার ও তার স্ত্রী সঙ্গীতা কুমারী। অপরজনেরা উত্তরপ্রদেশের বাসিন্দা আশুতোষ পাল এবং বিহারের নওয়াদার বাসিন্দা সোনু কুমার। আহতরা সকলে ফতেগড় সাহিব সিভিল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
জিআরপি ও রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (RPF)-এর তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। কোথা থেকে ওই বাজি নিয়ে আসা হয়েছিল, ট্রেনে ওঠার অনুমতিই বা কীভাবে এল, এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
Be the first to comment