দশেরার দিনে যে ট্রেনটি অমৃতসরে ৬০ জনকে পিষে দিয়েছিল, তার চালককে আটক করেছে রেল পুলিশ । লুধিয়ানা স্টেশনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তিনি বলেছেন, তাঁকে সবুজ সিগন্যাল দেওয়া হয়েছিল। তাঁর ধারণই ছিল না, লাইনের ওপরে অত মানুষ দশেরা পালন করছেন।
জে সংগঠনটি রেল লাইনের ওপরে দশেরা উৎসব পালনের আয়োজন করেছিল, তাদের কারও খোঁজ পাওয়া যাচ্ছে না। রাবণের কুশপুত্তলিকা দহনের সময় প্রচণ্ড শব্দ করে বাজি ফাটছিল। মানুষ বুঝতেই পারেনি লাইনে ট্রেন এসে পড়েছে। শুক্রবার রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলের প্রতিমন্ত্রী মনোজ সিনহা। রেলের কর্তারা জানিয়েছেন, লাইনের ওপরে দশেরা উৎসবের আয়োজন করা হয়েছে তাঁরা জানতেন না। পুলিশও জনতাকে লাইনের ওপরে রাবণের কুশপুত্তলিকা পোড়াতে বাধা দেয়নি।
Be the first to comment