
রোজদিন ডেস্ক, কলকাতা:- ওড়িশার জগন্নাথ মন্দিরের মাহাত্ম্য আমাদের সকলের অজানা নয়। পুরাণের অনেক অলৌকিক ঘটনা কথিত আছে। এটাও কথিত যে জগন্নাথ ধাম দর্শন করলে মানুষের তীর্থযাত্রা সম্পুর্ণ হয়। এবার ঘটলো এক অলৌকিক ঘটনা। ধ্বজা নিয়ে জগন্নাথ মন্দির প্রদক্ষিণ করলো এক ঈগল। পবিত্র পতাকা নিয়ে একটি ঈগলের উড়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ভক্তদের মনে কৌতূহল ও আলোচনার ঝড় তুলেছে। মন্দিরের গম্বুজে প্রতিদিন বিশেষ পদ্ধতিতে পরিবর্তিত এই পতাকা অত্যন্ত শুভ বলে গণ্য হয়। ভিডিওতে দেখা যায়, ঈগল তার নখে করে পতাকা তুলে আকাশে উড়ছে, যা অনেকের কাছে অভূতপূর্ব দৃশ্য।
স্থানীয় পুরোহিতরা এটিকে “প্রাকৃতিক ঘটনা” বলে উড়িয়ে দিলেও, ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে ভগবান জগন্নাথের লীলা মনে করছেন, আবার কেউ শুভ-অশুভের প্রশ্ন তুলছেন। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা কুসংস্কারের চেয়ে প্রকৃতির খেল হতে পারে। তবে, জগন্নাথ মন্দিরের সাংস্কৃতিক তাৎপর্য এটিকে সাধারণের বাইরে নিয়ে গেছে। ভক্তরা এর পেছনে গভীর অর্থ খুঁজছেন।
What is going to happen?
Eagle takes away flag from Jagannath Temple pic.twitter.com/0AzUZb1uDE
— Woke Eminent (@WokePandemic) April 13, 2025
Be the first to comment