
রোজদিন ডেস্ক, কলকাতা:- সাতসকালে নিউজিল্যান্ডে ভূমিকম্প।মঙ্গলবার নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে কম্পন অনুভূত হয়।রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৭ মাত্রা।ইতিমধ্যেই উদ্ধারকর্মীরা এসে পৌছঁছে ঘটনাস্থলে।আপাতত হতাহতের কোন খবর পাওয়া যায় নি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামি নেমে আসবে কিনা তা মূল্যায়ন করা হচ্ছে। সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
নিউজিল্যান্ডের সরকারি ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা জিওনেট জানিয়েছে, ৪ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ ভূমিকম্প অনুভব করেছেন। ভূমিকম্পে ফলে সৃষ্ট ঝাঁকুনিতে বহু জিনিসপত্র পড়ে গেছে। ভবনগুলো দুলে উঠছে। সকলকেই সতর্ক করা হচ্ছে। এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি এটাই স্বস্তির বিষয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ রিখটার স্কেল। যার উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।
Be the first to comment