উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে এবার মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হল FIR

Spread the love

রোজদিন ডেস্ক:-  উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে এবার অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। সোমবার বউবাজার থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন জনৈক এক ব্যক্তি।

আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছি, যা করতে হয় সব করব। এই সব কিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন। এমন কথা না বলতে বলবেন। কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব!’ বক্তা পর্দার ‘ফাটাকেষ্ট’ থুড়ি সদ্য ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তী। গত ২৭ অক্টোবর খাস কলকাতার বুকে সল্টলেকের একটি প্রেক্ষাগৃহে বিজেপির একটি অনুষ্ঠানে মিঠুন সেই বিতর্কিত ও ‘উস্কানিমূলক’ মন্তব্য করেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে। সেই মন্তব্যের জেরেই এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
কিছুদিন আগেই বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৭ অক্টোবরের সেই শাহি সভাতে হাজির ছিলেন মিঠুনও। গত লোকসভা নির্বাচনের প্রচারে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর একটি ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন। বিজেপির সভায় হুমায়ূনের সেই বক্তব্য টেনেই মিঠুন পাল্টা বিতর্কিত মন্তব্য করে বসেন যার জেরে বউবাজার থানায় তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। যদিও তদন্তের স্বার্থে পুলিশ অভিযোগকারীর নাম সামনে আনেনি। তাঁদের দাবি, অভিযোগকারীর নিরাপত্তার স্বার্থে তাঁর নাম গোপন রাখা হচ্ছে। গত সোমবারও ওই এফআইআর দায়ের করা হয়েছে। একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় যার ভিত্তিতে ওই এফআইআর করা হয়েছে।
লিখিত অভিযোগে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির একটি সভায় ‘উস্কানিমূলক’ মন্তব্য করেছেন মিঠুন। তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। যদিও কলকাতা পুলিশ মিঠুনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কিছু নেবে কিনা, তা এখনও ঠিক হয়নি বলেই লালবাজার সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*