কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর পরই মমতা বন্দ্যোপাধ্যায় যেতে চেয়েছিলেন শীতলকুচি। কিন্তু রবিবার থেকে ৭২ ঘণ্টা তাঁকে ও অন্যান্য রাজনৈতিক নেতাদের শীতলকুচি যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন।
গত শনিবারই শীতলকুচিতে ভোটের ভোটের লাইনে আনন্দ বর্মন নামে এক ১৮ বছর বয়সী যুবকের মৃত্যু হয়েছিল দুষ্কৃতীদের গুলিতে। তাঁর পরিবার বিজেপি সমর্থক। মমতা সেই আনন্দ বর্মণের পরিবারের সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন। কিন্তু বিজেপি কর্মী আনন্দ বর্মনের পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সাহায্য তাঁরা চান না। এমনকী তৃণমূল নেত্রীর সঙ্গে দেখাও করতে চান না।
Be the first to comment