জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজে অনুষ্ঠানে ছুরিকাহত ছাত্র। আহতের নাম সৌরভ মজুমদার। বৃহস্পতিবার রাতে কলেজের সোশাল ছিল। অভিযোগ, অনুষ্ঠান শেষে কলেজ থেকে বেরোনোর সময় কয়েকজন যুবক সৌরভকে ছুরি দিয়ে আক্রমণ করে। আঘাত করে পালিয়ে যাওয়ার সময় ঋজু রায় ও বিধান রায় নামে দুজনকে ধরে ফেলেন অন্য ছাত্ররা। তাঁদের কোতোয়ালি থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে।
আহত সৌরভকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে, শিলিগুড়ির একটি নার্সিংহোমে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার জেরে সৌরভের বাবাও অসুস্থ হয়ে পড়েন।
এদিকে আক্রমণের জেরে কলেজে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বহিরাগতরাই হামলা চালিয়েছে। তবে বহিরাগতরা কীভাবে বার্ষিক আনুষ্ঠান চলাকালীন কলেজে ঢুকল তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোশালের শুরু থেকে শেষ পর্যন্ত কলেজে কোতোয়ালি থানার পুলিস মোতায়েন ছিল। তাদের উপস্থিতিতে কী করে এই দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এনিয়ে মুখ খোলেনি প্রশাসন।
Be the first to comment