অনন্ত কুমার হেগড়ের মন্তব্য ঘিরে উঠলো সমালোচনার ঝড়

BJP MP Ananth Kumar Hegde at parliament house in new delhi on thursday.Express photo by Anil Sharma.03.03.2016
Spread the love

ইতিহাস তৈরি হয়েছিল বুধবার ৷ সেই ইতিহাস ঘিরেই এবার বিতর্ক তৈরি করলেন মোদীর মন্ত্রী ৷ বললেন, এটি প্রকাশ্য দিবালোকে হিন্দুদের ধর্ষণ করার মতো ঘটনা। দীর্ঘ লড়াইয়ের পরে বুধবার ভোরে এই প্রথম শবরীমালা মন্দিরে প্রবেশ করেছিলেন দুই মহিলা ৷ পুজো দিয়ে ফিরেও আসেন তাঁরা ৷ পরে ‘অপবিত্র’ মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় ৷ ফের শুচি মেনে মন্দির শুদ্ধ করে খোলা হয় মন্দিরের দরজা। কিন্তু এই যুগান্তকারী ঘটনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে যা উদাহরণ টানলেন, তাতে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে৷

এদিন ট্যুইট করে অনন্ত কুমার বলেন “কেরলের শবরীমালা মন্দিরের ঐতিহ্য ভেঙে মহিলাদের প্রবেশ করার ঘটনা অনেকটা প্রকাশ্য দিবালোকে হিন্দুদের ধর্ষণ করার মতো বিষয়৷” কেরল রাজ্য সরকারকেও এ নিয়ে তুলোধনা করেছেন হেগড়ে৷ তাঁর মতে, রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই৷ গোটা ঘটনাই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ব্যর্থতাকে প্রমাণ করে৷

হেগড়ে আরও বলেন, সুপ্রিম কোর্ট শবরীমালায় মেয়েদের প্রবেশের অনুমতি দিলেও, তা বিতর্কিত বিষয়৷ তাই সেই পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব রাজ্য সরকারেরই৷ কারণ আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়৷ তাঁর দাবি, সাধারণ মানুষের আবেগকে ধাক্কা না দিয়ে অন্য ভাবে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করতে পারত রাজ্য সরকার৷ এই ইস্যুতে রাজ্য সরকারের ব্যর্থতা স্পষ্ট৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*