ভারতীয় সেনাবাহিনীর তত্পরতায় কাশ্মীরে বড়সড় নাশকতার ছক বানচাল। শুক্রবার অনন্তনাগ জেলায় ১১ নম্বর জাতীয় সড়কের ওপর অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক নিষ্ক্রিয় করলো সেনা বাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াড। জানা গিয়েছে, কাশ্মীর সেতুর কাছে বুধবার দুই সিলিন্ডার ভর্তি প্রায় ২৫ কেজি বিস্ফোরক নিষ্ক্রয় করা হয়।
সেনাবাহিনীর এক মুখপাত্র পরে জানান যে বিস্ফোরকটি ফাটলে বহু প্রাণহানি ও বহু টাকার সম্পত্তি নষ্ট হতে পারতো। এছাড়া এত বড় নাশকতার ছক সফল হলে কাশ্মীরে স্বাভাবিক জীবন ফেরানোর চেষ্টায় বড়সড় আঘাত লাগতো। এদিন রুটিন তল্লাশি চালানোর সময়ই বিস্ফোরকটি নজরে পড়ে ভারতীয় সেনার। গোটা এলাকা ঘিরে ফেলে খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। ঝুঁকির অপারেশন চালিয়ে ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা মাটি খুঁড়ে বিস্ফোরক বোঝাই সিলিন্ডার দুটি বের করেন। এর পরে সেগুলি নিষ্ক্রিয় করে ফেলা হয়।
Be the first to comment