ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত উপত্যকা। জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে গুলির লড়াই চলছে নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে। সংঘর্ষে নহত হয়েছে ২ হিজবুল জঙ্গি।
পুলিশ জানিয়েছে, প্রথমে জঙ্গিদের তরফে গুলি চালানো শুরু হয়। এরপরেই দুই জঙ্গিকে ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। পুলিশ জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের রাজ্য পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ যৌথভাবে এই অভিযানে সামিল হয়েছে। অনন্তনাগ এবং কুলগামের বেশ কিছু এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর রয়েছে ওই এলাকায় লুকিয়ে রয়েছে দুই জঙ্গি। আপাতত এই দুই জঙ্গির খোঁজে শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরে মুন্দিওয়ার্ড গ্রামে তল্লাশি চালাচ্ছে পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ। সকাল সাড়ে ন’টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে গুলির লড়াই।
এই ঘটনার ঠিক একদিন আগেই পুলওয়ামা জেলায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে বোম ছোঁড়ে জঙ্গিরা। তবে শুধু বিস্ফোরণ ঘটিয়েই ক্ষান্ত হয়নি তারা। সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে চালানো হয় গুলিও। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
Be the first to comment