ফের ভূমিকম্প আন্দামানে। এই নিয়ে গত ২৪ ঘন্টায় ৩ বার কাঁপল আন্দামান। সর্বশেষ ভূমিকম্পটি হয় বৃহষ্পতিবার গভীর রাতে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.২। প্রথম ভূমিকম্পটি হয় বুধবার ভোরে। সেবারে তীব্রতা ছিল ৪.৫। তারপর আবার কেঁপে ওঠে দুপুরের দিকে। তখন তীব্রতা ছিল ৫.২। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষদের মধ্যে। প্রসঙ্গত, এই নিয়ে গত একমাসে বেশ কয়েকবার মৃদু বা মাঝারি মাপের ভূমিকম্প হয়েছিল ভারতের বিভিন্ন অঞ্চলে। ১ জুলাই হয়েছিল হরিয়ানার সোনিপথে। দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু জায়গাতেও কম্পন অনূভূত হয়। জুনের মাঝামাঝি কেঁপে উঠেছিল হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল।
Be the first to comment