নেপালের পর এবার আন্দামান। ফের ভূমিকম্পের কম্পন অনুভূত হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বুধবার প্রায় আড়াইটে নাগাদ কেঁপে ওঠে পোর্টব্লেয়ার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার মধ্য রাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। রাত ২টো ২৯ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পোর্টব্লেয়ারে। ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
জানা গিয়েছে, মধ্য রাতে আচমকাই ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। অনেকেই আতঙ্কে ঘর ছাড়েন। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।
Be the first to comment