ছবি ও ভিডিও সৌজন্যে- (এএনআই)
বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ পর্ব ৷ প্রথম দফার ভোটপর্বকে কেন্দ্র করেই দফায় দফায় অশান্তি ছড়িয়েছে বেশ কয়েকটি জায়গায় ৷ শাসক-বিরোধী সংঘর্ষে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠলো অন্ধ্রপ্রদেশ ৷ সূত্রের খবর, সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে দুই রাজনৈতিক কর্মীর ৷ মৃত দু’জনেই টিডিপি এবং ওয়াইএসআর কংগ্রেস দলের সদস্য ছিলেন বলে জানা গিয়েছে ৷
অন্ধ্রপ্রদেশের সাত্তেনাপল্লী পোলিং বুথে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা শুরু হয় ৷ ওয়াইএসআর কংগ্রেস দলের সদস্যদের আক্রমণে গুরুতর আহত হন টিডিপি নেতা কোড়েলা শিব প্রসাদ রাও ৷ এমনটাই অভিযোগ জানিয়েছেন শাসক দলের নেতারা ৷ পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আর সেখানেই মৃত্যু হয় ওই নেতার ৷ লোকসভা এবং বিধানসভা নির্বাচন, দুই নির্বাচনই একসঙ্গে চলছে অন্ধ্রপ্রদেশে ৷ এদিন বেশ কয়েকটি বুথে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় ৷ দুষ্কৃতীদের বিরুদ্ধে ইভিএম ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে ৷
দেখুন ভিডিও-
ইতিমধ্যেই রাজ্যে ফের নির্বাচন করানোর দাবিতে সরব হয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী ৷
অন্যদিকে, পোলিং বুথে সন্ত্রাস চালাচ্ছে ওয়াইএসআর কংগ্রেস দলের নেতারা ৷ অন্ধ্রপ্রদেশের পুলিশ কমিশনারের কাছে এই অভিযোগ নিয়েই চিঠি লিখেছেন চন্দ্রবাবু নাইডু ৷ পাশাপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন নাইডু ৷
Be the first to comment