চন্দ্রবাবুর রোড-শো! অন্ধ্রপ্রদেশে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ১০

Spread the love

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই
চন্দ্রবাবু নাইডুর রাজনৈতিক কর্মসূচিতে চরম বিশৃঙ্খলা! হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত আরও বেশ কয়েকজন। দুর্ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেলোরে।

চন্দ্রবাবুর কর্মসূচি পূর্বনির্ধারিতই ছিল। নেলোরে তাঁর রোড-শো’র পুলিশি অনুমতিও ছিল। কিন্তু কীভাবে দুর্ঘটনা? জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় যখন সভাস্থলে পৌঁছন টিডিপি সুপ্রিমো, ততক্ষণে গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে! যতটা ভিড় হবে ভাবা হয়েছিল, তার থেকে মানুষের জমায়েত ছিল অনেক বেশি। ফলে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে।

রোড-শো’র জন্য তখন হুডখোল জিপে উঠে পড়েছেন চন্দ্রবাবু নাইডু। আচমকাই তাঁকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়! চরম বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৭ জনের। গুরুতর জখম অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে এখনও পর্যন্ত মৃত বলে ঘোষণা করা হয়েছে ৩ জনকে। হাসপাতাল সূত্রের খবর, বেশ কয়েকজন রীতিমতো আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাত লেগেছে তাঁদের।

এদিকে এই দুর্ঘটনার পর যাবতীয় কর্মসূচি বাতিল করেন চন্দ্রবাবু নাইডু। আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা করেন টিডিপি সুপ্রিমো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*