বলা হত বাংলাদেশের ‘প্লেব্যাক সম্রাট’। দীর্ঘদিন ধরেই মারণ ক্যানসারে ভুগছিলেন বাংলাদেশের জনপ্রিয় এন্ড্রু কিশোর। অবশেষে সোমবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
বেশ কিছুদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না। ক্যানসারের লাস্ট স্টেজে লড়াই করছিলেন তিনি। হাসপাতালে তাঁকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। এন্ড্রু কিশোরের বড় বোনের স্বামী ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শরীরে একাধিক জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থাতেই গতবছর সিঙ্গাপুরে গিয়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়েছিল। কয়েক মাস ধরে সেখানেই তাঁর চিকিৎসা চলে।
উল্লেখ্য, গত ১১ জুন রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন এন্ড্রু কিশোর। সেখান থেকেই ডাক্তাররা তাকে জানিয়েছেন, লিম্ফোমা ব্যাক করেছে। ক্যানসার তাঁর ডান দিকের লিভার এবং স্পাইনাল কর্ডে ছড়িয়ে গিয়েছিল।
Be the first to comment