জুলি লাহিড়ী,
কত প্রাণ ,করে সংগ্রাম ,তবেই পেয়েছ আমায়
ছিলাম ,থাকবো চিরকাল তোমাদের ভাবনায়
বুকে ছিল জমাট বাঁধা আকুল পিপাসা
স্বাধীনতা আমি, তোমাদের মনের ভাষা
সর্বহারা ভিখারিনীর স্বাধীন চিত্ত ময়
স্বাধীনতা আমি, চিরদিন থাকবো অক্ষয়
আছি মনেপ্রাণে তোমাদের নিঃশ্বাসে
সংগ্রামী কাতর কন্ঠ ভাসে আকাশে বাতাসে
কত প্রাণ গেছে মারা, ভেঙেছে শত মন
হৃদয়ের মনি কোঠায় আছো সর্বক্ষণ।।
Be the first to comment