আদালত অবমাননার দায়ে সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত হলেন অনিল আম্বানি, হতে পারে জেলও

Anil Ambani, Chairman of Reliance Group, speaks during the company's annual general meeting in Mumbai, India, Tuesday, Sept. 18, 2018. Reliance Group is a business conglomerate, led by Indian billionaire Ambani, with interests spanning in telecommunications, finance, power and entertainment. (AP Photo/Rafiq Maqbool)
Spread the love

সুপ্রিম কোর্টের রায়ে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হলেন রিল্যায়েন্স কমিউনিকেশনের চেয়ারম্যান অনিল আম্বানি। পাশাপাশি, রিল্যায়েন্স টেলিকম চেয়ারম্যান সতীশ শেঠ ও রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানিকেও আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়েছে। শীর্ষ আদালত নির্দেশ দেয়, আগামী চার সপ্তাহের মধ্যে তাঁদের তিনজনকে ৪৫৩ কোটি টাকা দিতে হবে। সেই শর্ত পূরণ করতে না পারলে তাঁদের তিনমাস জেল খাটতে হবে। এছাড়াও তাঁদের প্রত্যেককে একমাসের মধ্যে এক কোটি টাকা জরিমানা দিতে হবে। তা দিতে না পারলে আরও একমাসের জেল হবে তাদের।

উল্লেখ্য, বকেয়া ৫৫০ কোটি টাকা না দেওয়ায় এরিকসন ইন্ডিয়ার পক্ষ থেকে রিলায়েন্সের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। রিলায়েন্স কমিউনিকেশনসের তরফে বলা হয়, এরিকসনকে টাকা শোধ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। 

এদিকে অনিল আম্বানি, রিলায়েন্স টেলিকমের চেয়ারম্যান সতীশ শেঠ ও রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানিকে বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি আরএফ নরিম্যান ও বিনীত শরণের বেঞ্চ বকেয়া টাকা ফেরত দেওয়ার জন্য ৪ সপ্তাহের সময়সীমা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*