এরিকসন মামলার সব টাকা মিটিয়ে দিলেন অনিল আম্বানি, ধন্যবাদ জানালেন মুকেশ ও নীতাকে

Spread the love

একদিন আগেই টাকা ফেরত দিয়ে জেলে যাওয়ার হাত থেকে বাঁচলেন অনিল আম্বানি। ২০ ফেব্রুয়ারি শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, আগামী চার সপ্তাহের মধ্যে রিলায়েন্স টেলিকম চেয়ারম্যান সতীশ শেঠ, রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানিক ও অনিল আম্বানিকে বকেয়া ৪৫৩ কোটি টাকা দিতে হবে এরিকসন ইন্ডিয়াকে। গত বছরের ২৩ অক্টোবর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সেই বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা পরিশোধ করতে হবে। দেরি করে বকেয়া টাকা দেওয়ার জন্য বছরে ১২ শতাংশ সুদ দেওয়ার কথা বলে শীর্ষ আদালত এবং সময় মত টাকা না দিতে পারায় অনিল আম্বানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়েছিল। পাশাপাশি, রিলায়েন্স টেলিকম চেয়ারম্যান সতীশ শেঠ ও রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানিকেও আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়েছিল। তাঁদের প্রত্যেককে একমাসের মধ্যে এক কোটি টাকা করে জরিমানা দিতে বলা হয়। তা দিতে না পারলে আরও একমাসের জেলের কথা বলে শীর্ষ আদালত।

উল্লেখ্য, বকেয়া ৫৫০ কোটি টাকা না দেওয়ায় এরিকসন ইন্ডিয়ার তরফে রিলায়েন্সের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। তখন রিলায়েন্স কমিউনিকেশনসের তরফে বলা হয়েছিল, এরিকসনকে টাকা শোধ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আজ তারা টাকা শোধ করে। 

নিজের বিবৃতিতে অনিল আম্বানি জানিয়েছেন, আমার গভীর ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাই মুকেশ ও  তাঁর  স্ত্রী নীতাকে, আমার খারাপ সময়ে আমার পাশে থাকার জন্য , নিজের পরিবারের প্রতি গভীর দায়িত্ববোধের পরিচয় দেওয়ার জন্য এবং সময়োচিত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ৷ আমি ও আমার পরিবার ভীষণভাবে কৃতজ্ঞ ওঁদের এই সাহায্যের জন্য ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*