পুলিশের সামনেই দফায় দফায় উত্তেজনা। ঘটনা বোলপুরের ইলামবাজারের ধরমপুরের। বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ। বিজেপি প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া। কাঠগড়ায় তৃণমূল। অভিযোগ, বিজেপির পাল্টা হামলায় জখম হয়েছেন ৪ জন তৃণমূল কর্মী। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, ইলামবাজারে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। ভীত-সন্ত্রস্ত ভোটারদের বুথে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। শুরু হয়ে যায় হাতাহাতি। ছোড়া হয় পাথরও। তৃণমূলের অভিযোগ, বোলপুরের বিজেপি প্রার্থীই গোলমাল পাকাচ্ছেন। অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী।
এদিন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, হার বুঝতে পেরে হামলা তৃণমূলের। নেপথ্যে পিসি ভাইপোর গুন্ডারা। তৃণমূল-বিজেপি সংঘর্ষের খবর পেয়ে গ্রামে উপস্থিত হয় পুলিশ বাহিনী। দেখা যায়, পুলিশ পৌঁছানোর পরেও তাঁদের সামনেও বাঁশ ছোড়া, ইটবৃষ্টিও হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, সংঘর্ষে মাথা ফেটেছে দুজনের।
Be the first to comment