কর্ণাটকের রামনগরে শনিবার উপনির্বাচন, অনীতার জয় এখন শুধু সময়ের অপেক্ষা; পড়ুন বিস্তারিত!

Spread the love
সাতের দশকে বিখ্যাত শোলে ছবির সেট তৈরি হয়েছিল কর্ণাটকের রামনগরে । সেখানে উপনির্বাচন আগামী শনিবার । জনতা দল সেকুলারের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর স্ত্রী অনীতা কুমারস্বামী। তাঁর বিরুদ্ধে প্রচারে ঝড় তুলেছিলেন মাত্র এক মাস আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া এক নেতা । তাঁর নাম এল চন্দ্রশেখর । বৃহস্পতিবার তিনি পুনরায় ফিরে এসেছেন কংগ্রেসে । অনীতার দল কংগ্রেসের জোটসঙ্গী । তাই  অনীতার সমর্থকরা মনে করছেন, তাঁদের নেত্রীর জয় এখন শুধু সময়ের অপেক্ষা ।
এদিন কংগ্রেস সমর্থকদের সঙ্গে দেখা যায় চন্দ্রশেখরকে । তিনি বলেন, বিজেপির মধ্যে কোনও ঐক্য নেই । ওই দলে কেউ আমাকে সমর্থনও করে না । তাই নিজের মাদার পার্টিতে ফিরে এলাম ।
তিনি রাজ্যের এক নামী কংগ্রেস নেতার ছেলে । কিছুদিন আগে যখন অনীতার বিরুদ্ধে প্রচার করছিলেন, তখন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে বলেন, রামনগরের ভোটারদের হতাশ করেছেন কুমারস্বামী । তাঁকে এই কেন্দ্রের মানুষ নির্বাচিত করেছিলেন। কিন্তু তিনি অন্য কেন্দ্র থেকে জিতে এই কেন্দ্রটি ত্যাগ করেছেন। সেজন্যই এখানে উপনির্বাচন হচ্ছে ।
অনীতা একসময় বিধায়ক ছিলেন। পরে চান্নাপাটনা নামে এক কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান । অভিযোগ, মুখ্যমন্ত্রীর স্ত্রী বলেই তাঁকে ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে । তিনি জবাবে বলেন, আমি বহুদিন ধরেই সেকুলার জনতা দলের সঙ্গে যুক্ত ।
রামনগর কেন্দ্রে যেই জিতুক, রাজ্যে ক্ষমতার ভারসাম্যে বিশেষ পরিবর্তন হবে না। কিন্তু ওই আসনটি এখন বিজেপি ও তার বিরোধী শিবিরের কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে উঠেছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*