জন লোকপাল, কৃষক সমস্যা, দুর্নীতির মতো একাধিক বিষয় সমাধানের দাবিতে আবারও অনশন শুরু করলেন আন্না হাজারে। দিল্লির রামলীলা ময়দানে অনশনে বসলেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন প্রায় ৬ হাজারেরও বেশি অনুগামী।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্ধিতে ভাষণ দিতে গিয়ে এই অনশনের কথা ঘোষণা করেছিলেন আন্না হাজারে। তিনি বলেন, আমৃত্যু সত্যাগ্রহ আন্দোলনে নামবেন তিনি। যতক্ষণ না সরকার তাঁর দাবি মেনে নেবে, ততক্ষণ এই আন্দোলন চলবে। গত ২২ বছরে যতজন কৃষক আত্মহত্যা করেছেন তার খতিয়ান তুলে ধরেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি আন্না হাজারের সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের মন্ত্রী গিরীশ মহাজন। সত্যাগ্রহ প্রত্যাহারের জন্য অনুরোধও করেন তিনি। কিন্তু আন্নার সাফ দাবি যতক্ষণ না মোদী সরকার লোকপাল নিয়ে দাবি মেনে নিচ্ছে ততক্ষণ সত্যাগ্রহ চলবে।
Be the first to comment