দলবদল নিয়ে বিস্ফোরক মনোরঞ্জন ব্যাপারী! ‘দলকে বিড়ম্বনায় ফেলছেন’, পাল্টা তোপ তৃণমূলের

Spread the love

 বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। এবার দলবদল নিয়ে দলের একাংশকে আক্রমণ করতে গিয়ে বলাগড়ের প্রাক্তন বিধায়কের নিশানায় মনোরঞ্জন। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে বলাগড়ের রাজনীতিতে।

বুধবার দলবদল নিয়ে ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট করেন মনোরঞ্জন ব্যাপারী। সেখানে লেখেন যে দলের তরফে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে, যারা ভোটের আগে তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল তাঁদের কোনও অবস্থায় এই মুহূর্তে দলে প্রবেশ করতে দেওয়া যাবে না। তবে যারা বিজেপিতেই ছিলেন, তাঁরা তৃণমূলে আসতে চাইলে লিখিতভাবে দলের কাছে আবেদন করতে হবে। সেই কাগজ উচ্চতম নেতৃত্বের কাছে পাঠাতে হবে। এরপর যা সিদ্ধান্ত নেওয়ার তাঁরাই নেবেন।

https://www.facebook.com/manoranjan.byapari/posts/3123316971331503

ওই পোস্টে বলাগড়ের তৃণমূল নেতাদের একাংশকে আক্রমণ করে তিনি লেখেন, “বলাগড়ে এক দল কথিত নেতা গণহারে বিজেপি থেকে লোককে তৃণমূলে লোক ঢোকাচ্ছে, আমি সে বিষয়ে অবগত নই। আমাকে কেউ কিছু জানানোর প্রয়োজন মনে করছে না। এমনটা করা যায় কি না তাও আমার অজানা।” মনোরঞ্জন ব্যাপারীর পোস্টেই দলের অন্তর্কলহ স্পষ্ট। তিনি পরিস্কার বুঝিয়েছেন, তাঁর এলাকায় তাঁর পিছনে এমন অনেক কিছুই হচ্ছে যা মোটেও ভালভাবে নিচ্ছেন না তিনি।

পালটা দিয়েছেন বলাগড়ের প্রাক্তন বিধায়ক। মনোরঞ্জন ব্যাপারীকে তীব্র আক্রমণ করেছেন তিনি। প্রশ্ন করলেন, কে বিজেপি তা ঠিক করবে কে? তিনি আরও বলেন, “উনি বিধায়ক হতে পারেন কিন্তু রাজনীতিতে কে দলে আসবে আর কে যাবে, কাকে বিজেপি দাগাতে হবে সেটা উনি কি পয়সা নিয়ে ঠিক করে দেবেন? দল কি ওনাকে তেমন কোনও নির্দেশ দিয়েছেন? উনি তো বিজেপির বাড়িতে যাচ্ছেন, বিজেপির ছেলে নিয়ে ঘুরছেন, দলকে বিড়ম্বনায় ফেলছেন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*