সল্টলেকে ফের দুষ্কৃতী হামলা,গভীর রাতে ভাঙা হল মেন গেটের তালা,আলমারি ভেঙে নগদ টাকা লুঠ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাতের সল্টলেকে ফের দুষ্কৃতীর তাণ্ডব! জিসি ব্লকে অনাবাসী ভারতীয়র বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরি করল একদল দুষ্কৃতী। বাড়ির একতলায় থাকা অফিসের তালা ভেঙে আলমারি ভেঙে নগদ টাকা লুট করে দুষ্কৃতীরা। কত টাকা খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

সূত্রের খবর, সল্টলেকের জিসি ব্লকের ১৮৪ নম্বর বাড়ির মালিক বিদেশে থাকেন। বাড়ির নীচের তলায় রয়েছে একটি অফিস। বুধবার রাতে পাঁচজনের একটি ডাকাতদল ওই অফিসেই ডাকাতি করেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনায় সংশ্লিষ্ট অফিসের কেউ জড়িত রয়েছে কিনা, তদন্তে সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রের খবর, যে এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে, সেটি সল্টলেক দক্ষিণ থানা এলাকার মধ্যে পড়ে। বুধবার রাতে পুলিশের টহলদারি ভ্যানের নজরে আসে সংশ্লিষ্ট এলাকায় নম্বরবিহীন স্কুটি এবং বাইকে করে পাঁচজন যাচ্ছে।
তারপর পুলিশের টহলদারি ভ্যান পিছু ধাওয়া করে দুষ্কৃতীরা নাকি পুলিশকে আগ্নেয়াস্ত্রও দেখায়। পুলিশ পিছু ধাওয়া করলে দুষ্কৃতীরা অবশ্য পালিয়ে যায়। এরপরই জিসি ব্লকে ডাকাতির খবর আসে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*