
রোজদিন ডেস্ক, কলকাতা:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু বাংলার তিন বাসিন্দার। কাশ্মীরে ঘুরতে গিয়ে জীবিত ফেরা হল না আর।
বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ। ৫২ বছরের সমীর তাঁর স্ত্রী এবং মেয়েকে নিয়ে কয়েকদিন আগেই কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। বুধবারই ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু স্বামীকে ছাড়াই কলকাতায় ফিরতে হচ্ছে সমীরের স্ত্রীকে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমীরকে নির্বিচারের গুলি করে খুন করে জঙ্গিরা। সমীরের স্ত্রী শর্বরী গুহ জানান, সকলের মুখে মাস্ক ছিল। সকলের হাতে বন্দুক ছিল। আমাদের মাটিতে শুয়ে পড়তে বলে। এরপরেই বেছে বেছে আমার স্বামী এবং অন্য একজনকে গুলি করে জঙ্গিরা। আমরা ফিরে এসেছি। স্বামীকে ওখানেই রেখে আসতে হয়েছে।
জানা যাচ্ছে, সমীর গুহর মরদেহ দুপুর ১২.২৫ মিনিটে নামবে কলকাতায়।তারপর তাঁর দেহ পরিবারের কাছে তুলে দেওয়া হবে শেষকৃত্যের জন্য।
Be the first to comment