দেশের শীর্ষ আদালতে আরেক বাঙালির যাত্রা, অন্যদিকে বাংলার আরেক বিচারপতি ওড়িশার প্রধান বিচারপতি হতে চলেছেন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ইতিমধ্যেই একজন বাঙালি বিচারপতি রয়েছেন সুপ্রিম কোর্টে। এবার আর একজন বাঙালি বিচারপতি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। জানা গিয়েছে, কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর এই নিয়োগে দিয়ে দিয়েছে সিলমোহর।

বিচারপতি হরিশ ট্যান্ডন, ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার নিতে চলেছেন

উল্লেখ্য,এই মুহূর্তে বাঙালি বিচারপতি  দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টে রয়েছেন। এবার বিচারপতি বাগচীও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন। কলেজিয়াম সূত্রের খবর, আগামী ২০৩১ সালের ২৬ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হবেন জয়মাল্য বাগচী। ওই বছরের ২৫ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার কথা রয়েছে বিচারপতি কেভি বিশ্বনাথনের। উল্লেখ্য, ২০১৩ সালে ১৮ জুলাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেন আলতামাস কবীর। তারপর থেকে কলকাতা হাইকোর্টের কোনও বিচারপতি শীর্ষ আদালতের বিচারপতি নিযুক্ত হননি।

অন্যদিকে, সুপ্রিম কোর্ট কলেজিয়াম কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছে।
ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে গত ১৯ জানুয়ারি চক্রধারী শরণ সিং অবসর গ্রহণ করেছেন। সেই পদ এখনও খালি রয়েছে। ওই পদেই নিয়োগের জন্য বিচারপতি হরিশ ট্যান্ডনের নাম সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম।
কলেজিয়ামের সুপারিশে উল্লেখ করা হয়েছে, “বিচারপতি হরিশ ট্যান্ডন ২০১০ সালের ১৩ই এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং তখন থেকে তিনি সেখানেই কর্মরত আছেন। প্রধান বিচারপতি-সহ সর্বভারতীয় হাইকোর্টের বিচারকদের জ্যেষ্ঠতার তালিকায় বিচারপতি হরিশ ট্যান্ডনের স্থান সপ্তমে। বিচারপতি ট্য়ান্ডল হাইকোর্টের একজন সিনিয়র বিচারপতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*