
রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের বিধ্বংসী আগুন বাজি কারখানায়। আগুনের লেলিহান শিখায় গ্রাস করেছে গোটা বাড়ি। ভয়াবহ আগুনে গুরুতর আহত বেশ কয়েকজন।
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দক্ষিণ রায়পুর এলাকায় একটি বাড়িতে বিধ্বংসী আগুন। স্থানীয় সূত্রের খবর, ওই বাড়িতে বাজি তৈরি হত। সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই আগুন দেখতে পায় স্থানীয় লোকজন। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা বাড়িতে। সূত্রের খবর বাড়ির ভিতরে ১০ থেকে ১২ জন ব্যক্তি ছিলেন। প্রত্যেকেই এই আগুনের গুরুতর জখম হয়েছেন বলেই জানা যাচ্ছে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও, গলির মধ্যে বাড়ি হওয়ায় ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।সূত্রের খবর,বিস্ফোরণে মৃত অন্তত ৬জন। অনুমান করা যাচ্ছে তাদের মধ্যে শিশুরাও থাকতে পারে।
বিস্তারিত আসছে…
Be the first to comment