ফের মঙ্গলবার বিকেলে লে – লাদাখে ভূমিকম্প, প্রশ্ন উঠছে মহানগরী কতটা সুরক্ষিত!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে মায়ানমার। ওই একইদিনে কম্পন অনুভূত হয়েছিল কলকাতাতেও।
আজ ফের মঙ্গলবার বিকেল ৫.৩৮ মিনিটে কেঁপে ওঠে লেহ, লাদাখের গোটা অঞ্চল। রিখটার স্কেলে মঙ্গলবার বিকেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। লেহ, লাদাখে ভূমিকম্প অনুভূত হতেই তার রেশ গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ফলে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। সম্প্রতি থাইল্যান্ড এবং মায়ানমারে কম্পন অনুভূত হয়।

পর পর চারিপাশে এত ভূমিকম্প হওয়াতে বার বার এই প্রশ্ন উঠছে কলকাতাও কি ভূমিকম্পের ঝুঁকিতে? এই মহানগরীর ভবন ও কাঠামোগুলি আদৌও নিরাপদ?
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক উচ্চপদস্থ আধিকারিকের মতে, কলকাতার উত্তরের অংশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের কাছাকাছি অবস্থিত। তাই অতীতে উত্তরবঙ্গ, সিকিম, নেপাল, ভুটানে ঘটে যাওয়া বড় ভূমিকম্পগুলি কলকাতাতেও অনুভূত হয়েছে। এদিকে সিসমিক জোন (Seismic Zone) অনুযায়ী, ভারতকে চারটি অঞ্চলে ভাগ করা হয়েছে- জোন ২, ৩, ৪ ও ৫। এর মধ্যে জোন ৫ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং আর জোন ২ সবচেয়ে নিরাপদ। যদিও কলকাতা জোন ৩ এবং ৪-এর মাঝখানে অবস্থিত। অর্থাৎ, শহর কলকাতা এখন মাঝারি থেকে উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। কলকাতায় বহুতল অট্টালিকার সংখ্যা ক্রমশ বাড়ছে। কিন্তু সব বহুতলকে ভূমিকম্প প্রতিরোধী হিসেবে বানানো হচ্ছে না। তাই বিশেষজ্ঞরা বলছেন, যে এলাকায় জলাভূমি ভরাট করে বাড়িঘর গড়ে উঠেছে, সেগুলি ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*