
রোজদিন ডেস্ক, কলকাতা:- ঈদের পরদিন, মঙ্গলবার ফের অগ্নিকাণ্ড। এবার আগুন লাগল সল্টলেকের মনিপাল হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন।
জানা যায়, হাসপাতালের বেসমেন্ট থেকে প্রথম কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন অংশে।
স্থানীয়দের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
দমকল সূত্রে খবর, আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট ভাবে ধরা পড়েনি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। আগুন নিয়ন্ত্রণে এলে পুরো ঘটনার তদন্ত শুরু করবে দমকল বিভাগ।
Be the first to comment