রোজদিন ডেস্ক:-
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও এক অনশনকারী জুনিয়র ডাক্তার তনয়া পাঁজা। ধর্মতলার অনশন মঞ্চে ৯ দিন ধরে অনশন করছেন কলকাতা মেডিকেলের ইএনটি বিভাগের সিনিয়র রেসি়ডেন্ট তনয়া পাঁজা। অনশন মঞ্চেই জ্ঞান হারিয়ে ফেলায় সোমবার সন্ধ্যায় তাঁকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হল।
আরজি করের ঘটনার প্রতিবাদ ও দশ দফা দাবিতে মিছিল, আন্দোলনের পাশাপাশি আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এই মুহূর্তে ও চিকিৎসাধীন। তনয়ার শরীর আগেই খারাপ হয়েছিল কিন্তু তিনি হাসপাতালে যেতে রাজি ছিলেন না। তবে শেষমেশ পরিস্থিতি আরও জটিল হওয়ায় তাঁকে ভর্তি করতেই হয়েছে কলকাতা মেডিকেল কলেজে।
অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য, অলোক ভার্মার মতো একাধিক জুনিয়র ডাক্তাররা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থা এখন খানিকটা স্থিতিশীল হলেও আশঙ্কা কাটেনি।
Be the first to comment