এক সপ্তাহের মধ্যে ফের বিমান দুর্ঘটনা, ১৮১ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান দক্ষিণ কোরিয়ায়

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা:- এক সপ্তাহে দ্বিতীয়বার বিমান দুর্ঘটনা।বছর শেষের আর মাত্র ২ দিন বাকি। কিন্তু ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গেল। এবার দুর্ঘটনার মুখে দক্ষিণ কোরিয়ার বিমান। ১৮১ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান। মৃত কমপক্ষে ৮৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

এ দিন থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ার ফ্লাইটের ২২১৬ বিমানটি। অবতরণের সময় রানওয়েতে মুখ থুবড়ে পড়ে বিমানটি। এরপরই বিস্ফোরণের ফলে আগুন লেগে যায় বিমাবনটিতে। বিমান সংস্থা সূত্রে খবর, ওই বিমানে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন কর্মী ছিলেন।

যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অবতরণের মুহূর্তে পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। যার জেরে গিয়ারে কোনও সমস্যা তৈরি হয়। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকার্য। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চই সং-মোক। পাঠানো হচ্ছে আরও উদ্ধারকারী দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*