
রোজদিন ডেস্ক, কলকাতা:-কাঁকুড়গাছি রেলব্রিজের নীচে একটি যাত্রিবাহী বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লরির। ঘটনায় আহত হয়েছেন কয়েক জন যাত্রী। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।রবিবার রাতে যাত্রিবাহী একটি বাস উল্টোডাঙার দিকে যাচ্ছিল। কাঁকুড়গাছি রেলব্রিজের নীচে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
বাসে থাকা যাত্রীদের অভিযোগ, দ্রুতগতিতে চলছিল বাসটি। আচমকাই লেন পরিবর্তন করে অন্য দিকে চলে যায়। সেই সময় উল্টো দিক থেকে একটি লরি আসছিল। শেষ সময়ে ব্রেক কষেও লাভ হয়নি। মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনার পরই পলাতক বাস এবং লরির চালক। পালিয়েছেন বাসের কন্ডাক্টরও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
কলকাতায় বার বার বাস দুর্ঘটনার ঘটনা ঘটছে।বাসের রেষারেষি রুখতে কড়া পদক্ষেপও করে সরকার। বিভিন্ন বাসমালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কয়েক দফা নির্দেশিকাও জারি করা হয়। কিন্তু তার পরও বাস চালকদের হুঁশ ফেরেনি, তা রবিবারের ঘটনা আবারও প্রমাণ করল।
Be the first to comment