রোজদিন ডেস্ক :- কলকাতায় ফের অগ্নিকাণ্ড। সাত সকালেই পুড়ে ছাই ১০-১২টি ঝুপড়ি। উলটোডাঙ্গার রেললাইনের পাশের ঝুপড়িতে আগুন। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। যদিও কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার ঘটনায় বেশ কয়েকটি ঝুপড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
ঘটনাস্থলে এসে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের গাড়ি চলে এসেছিল। তবে তার আগেই এলাকার বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেছে। এমনকি তাঁরা অনেক সহযোগিতা করেছেন। ঘটনাস্থলে বিধায়ক সুপ্তি পাণ্ডেও এসেছেন। আগুন আপাতত নিয়ন্ত্রণে এসে গিয়েছে। ভয়ের ব্যাপার এটাই যে, অনেক বড় বস্তি। ফলে আগুন আরও ছড়িয়ে পড়তে পারত। কিন্তু দমকলকর্মীদের তৎপরতায় বড় কোনও ক্ষতি হয়নি।’
প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায়, আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। আগুনে পর পর বেশ কয়েকটি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে।
Be the first to comment