এবার অ্যান্টি-রোমিও বাহিনীর পোষাকে আটকানো থাকবে ক্যামেরা

Spread the love
নারী সুরক্ষার জন্য এবার ‘অ্যান্টি-রোমিও’বাহিনীগুলিকে আরও শক্তিশালী করতে চলেছে উত্তরপ্রদেশ পুলিশ । রাস্তাঘাটে মহিলাদের উত্ত্যক্তকারীদের হাত থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ ।
স্কুল, কলেজ, শপিং মল, বাজার, পার্ক ও অন্যান্য প্রকাশ্য স্থানে সাদা পোষাকে মোতায়েন থাকবেন এই বাহিনীর সদস্যরা । মহিলাদের বিরক্ত করলে যাতে কেউ পুলিশের হাত থেকে নিস্তার না পান, তার জন্য আরও এক ধাপ এগিয়েছে এই ‘অ্যান্টি-রোমিও’ বাহিনী । এবার থেকে এই সদস্যদের পোষাকে আটকানো থাকবে ছোট ক্যামেরা।
২০১৭ সালে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার গঠনের সঙ্গেই চালু হয়েছিল এই অ্যান্টি-রোমিও বাহিনী । ক্ষমতায় এসেই নারীদের সম্ভ্রম রক্ষার্থে হুঁশিয়ারি দিয়েছিলেন যোগী । চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত ৩৪ লাখ ইভটিজারকে পাকড়াও করেছে এই অ্যান্টি-রোমিও স্কোয়াড । প্রায় ২,৪৮১ টি এফআইআর দায়ের হয়েছে 
এছাড়াও ধৃত যুবকদের কাউন্সেলিংএর ব্যবস্থাও করবে পুলিশ । নারীদের বিরুদ্ধে অপরাধের পরিসংখ্যানের জন্য প্রত্যেকটি থানায়  থাকবে আলাদা রেজিস্টারও ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*