সব বাধা পেরিয়ে ইউপিএসসি পরীক্ষায় মহিলাদের মধ্যে প্রথম হরিয়ানার অনু কুমারী

Spread the love

দেশে দ্বিতীয় হয়ে ইউপিএসসি পরীক্ষায় সবাইকে চমকে দিলেন হরিয়ানার গৃহবধূ অনু কুমারী। যদিও মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন তিনি। ৩১ বছর বয়সী হরিয়ানার সোনাপতের বাসিন্দা অনুর ৪ বছরের একটি ছোট্ট সন্তানও আছে। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভালো পরীক্ষা দিয়েছিলেন। তাই ভালো ফলের আশা ছিলো। পাশাপাশি বাড়ির কাজ, ছোট্ট ছেলেকে দেখাশুনা করা ছাড়াও দিনে ১০ থেকে ১২ ঘণ্টা সময় করে পড়াশুনা করতেন এই টপার। জানা গিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যায় স্নাতক স্তরের পড়া শেষ করে আইএমটি নাগপুর থেকে এমবিএ পাশ করেন অনু। তাঁর এই সাফল্যে খুশী হরিয়ানার ছোট্ট গ্রামটির সমস্ত মানুষজন।

অন্যদিকে, মিসেস ইন্ডিয়ার খেতাব জিতে বাংলার মুখ উজ্জ্বল করলেন বাংলার মেয়ে চুমকি সরকার। পরবর্তী কালে আন্তর্জাতিক আঙিনায়ও সফল হতে চান তিনি। এদিন চুমকি সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর অনুপ্রেরণা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*