সোমবার বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করা হবে। পাশাপাশি, তাঁর ফোন ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেইসঙ্গে চলবে ভিডিয়োগ্রাফিও । থাকবেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। চারিদিক ঘিরে থাকবে সেন্ট্রাল ফোর্স। নির্বাচন কমিশনের তরফে এমন খবর জানানো হয়েছে । ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীকে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে।
নির্বাচনের কমিশনের কড়াকড়ি নিয়ে অবশ্য মাথা ঘামাচ্ছেন না বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। অনুব্রতবাবু বলেন, কমিশন ভয় পেয়েছে । এতে আমার কোনও ক্ষতি হলো না। অন্য ফোন ব্যবহার করবো।
Be the first to comment