বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উপর নজরদারির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করে তৃণমূল কংগ্রেস। কিন্তু, অনুব্রতর উপর নজরদারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। তৃণমূল এবং নির্বাচন কমিশনকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে উচ্চ আদালত। অনুব্রত মণ্ডলের উপর নজরদারির সিদ্ধান্ত পদ্ধতি মেনে হয়নি। এই অভিযোগ তুলে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। মামলাটি ওঠে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে। আজ সকালে অনুব্রত মণ্ডলের তরফে আইনজীবী বৈশ্বানর চ্যাটার্জি বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চে জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে নির্বাচন কমিশন অসাংবিধানিক পদক্ষেপে গ্রহণ করেছে।
২৮ তারিখ তাঁকে একটি ইমেল পাঠিয়ে জানানো হয়েছে সেদিন সন্ধ্যা ৬ টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭ টা পর্যন্ত তাঁর উপর নজরদারি থাকবে নির্বাচন কমিশনের । তখন বিচারপতি দেবাংশু বসাক জানান, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে, তাতে সমস্যা কোথায়? তখন আইনজীবী বলেন, এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী ।
বেলা ১২টায় মামলার শুনানি শুরু হলে অনুব্রত মণ্ডলের তরফে আইনজীবী প্রথমেই বলেন, আমার মক্কেলের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। ওনার স্ত্রী ক্যানসার আক্রান্ত । তাঁর চিকিৎসা চলছে টাটা ক্যান্সার হাসপাতালে । কিছুদিন আগে মা মারা গেছেন। এই পরিস্থিতিতে তিনি কারও সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন না। এটা সংবিধান বিরোধী।
কিন্তু বিচারপতি দু’পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশনের নির্দেশের উপর কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেননি । পাশাপাশি আগামী তিন সপ্তাহের মধ্যে দু’পক্ষকেই হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে বলেছেন তিনি । প্রসঙ্গত, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে মামলাটি দায়ের করেন আইনজীবী বৈশ্বানর চ্যাটার্জি ।
বিশ্বস্ত সূত্রে খবর, অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করার যে নির্দেশ দেওয়া হয় তাতে কমিশনের বিধি মেনে সই করা কোনও নির্দেশিকা ইস্যু হয়নি । সূত্র মারফৎ জানা যাচ্ছে, এক উপমুখ্য নির্বাচন কমিশনারের তরফে শুধুমাত্র একটা ইমেল আসে । যাতে জানিয়ে দেওয়া হয় অনুব্রতর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো । অথচ সংশ্লিষ্ট মহল বলছে, এই ধরনের সিদ্ধান্ত নিতে হলে কেন তা নেওয়া হল সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা থাকতে হয় । কেন অনুব্রতর বিরুদ্ধে এত বড় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল তার কোনও উল্লেখ ওই ইমেলে ছিল না । সূত্রের খবর এমনই । বিষয়টি নিয়ে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল।
Be the first to comment