ফাঁকা বাড়িতে সাংবাদিকরা বোমা রাখতে পারেঃ অনুব্রত মণ্ডল

Spread the love

ফাঁকা বাড়ি ৷ লোকজন নেই ৷ কেউ থাকে না ৷ বোমাটা তো তুমিও রেখে দিয়ে আসতে পারো নিউজ করার জন্য ৷ সাংবাদিকদের উদ্দেশে এমনই মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ সম্প্রতি বীরভূমের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে ৷ এ প্রসঙ্গে শনিবার অনুব্রতকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের উদ্দেশে তিনি এমনই মন্তব্য করেন ৷

উল্লেখ্য, শনিবার বীরভূমের সাঁইথিয়াতে একটি বাস টার্মিনালের উদ্বোধন করতে এসেছিলেন অনুব্রতবাবু ৷ আর অনুষ্ঠান মঞ্চ থেকে এনআরসি ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন অনুব্রত ৷ বলেন, স্বাধীনতার জন্য বাংলার একের পর এক মানুষ প্রাণ দিয়েছেন। বিজেপির কেউ বলতে পারবেন এখানে দাঁড়িয়ে যে গুজরাতের মানুষ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন? কেউ দেখাতে পারবেন? গুজরাতের মানুষ প্রাণ দেননি ৷ মানুষের পাশে দাঁড়াননি ৷ গুজরাতের মানুষ বিজনেস ছাড়া কিছু বোঝেন না। স্বাধীনতা তাঁরা কী করে বুঝবেন?

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ খানিকটা মেজাজ হারাতে দেখা যায় অনুব্রতকে ৷ জেলাজুড়ে তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে বোমা বিস্ফোরণ প্রসঙ্গে তাঁর মন্তব্য, সাংবাদিকরা করতে পারে কারণ তাঁদের কাছে নিউজ নেই ৷ ওঁরা ফাঁকা বাড়িতে বোমা রেখে দিয়ে আসতে পারে ৷ এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, কেন বেছে বেছে তৃণমূল নেতা কর্মীদের বাড়িতেই বোমা রাখা হবে ? অনুব্রতবাবুর উত্তর, হাইলাইট হবে ৷ খবর হবে ৷ তোমার লাভ হবে ৷ বীরভূমের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার করছে পুলিশ ৷ এ বিষয়ে অনুব্রতবাবু বলেন, লোকসভার সময় অশান্তি ছড়ানোর জন্য বোমাগুলি বিজেপি রেখেছিল ৷ সেগুলিই পুলিশ এখন উদ্ধার করছে ৷

পাশাপাশি তিনি বিজেপির রাস্তা অবরোধ প্রসঙ্গে বলেন, কাজ নাই, কম্ম নাই, রাস্তা অবরোধ করলে ছেড়ে দেবে ৷ গোরু পেটানো করে পেটাবে । যদিও কে বা কারা পেটাবে জানতে চাওয়া হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*