চিনার পার্কের ফ্ল্যাটে রয়েছেন অনুব্রত? সোমবার সন্ধ্যায় এই প্রশ্নের উত্তর খুঁজতেই তাঁর ফ্ল্যাটে পৌঁছলেন সিবিআই আধিকারিক। এদিন বাইকে চেপে সোমবার সন্ধে ৭ টা নাগাদ ওই সিবিআই আধিকারিক চিনার পার্কের ফ্ল্যাটে আসেন।
সূত্রের খবর, এদিন সন্ধ্যে বেলা বাইকে চেপে সিবিআই-এর ওই আধিকারিক গিয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ফ্ল্যাটে। বাইকটি ফ্ল্যাটের বাইরে রেখে ভেতরে ঢোকেন তিনি। দেখেন তালা বন্ধ রয়েছে অনুব্রতর ফ্ল্যাট। এরপরেই তিনি কথা বলেন ফ্ল্যাটের কেয়ারটেকারের সঙ্গে।
কেয়ারটেকার এবং পড়শিদের থেকে জানার চেষ্টা করেন, অনুব্রত বাড়িতে আছেন কি না। কখন এসেছিলেন? কখনই বা বেরিয়ে গিয়েছেন তিনি। বেশ কিছুক্ষণ ওই ফ্ল্যাট চত্বরেই ছিলেন সিবিআই আধিকারিক। এরপর সেখান থেকে বাইক নিয়ে সেখান থেকে চলে যান তিনি।
অনুব্রতকে সোমবার বেলা ১১ টায় সিবিআই দফতরের হাজিরা দিতে বলেছিল সিবিআই। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অনুব্রত ই-মেলে সিবিআইকে জানান, সোমবার তিনি যাবেন না। রবিবার রাতেই বীরভূম থেকে কলকাতায় আসেন অনুব্রত। চিনার পার্কের ফ্ল্যাটে রাত কাটানোর পর এদিন সকালে সোজা এসএসকেএমে হাজির হন অনুব্রত। সেখানে বিভিন্ন রকম শারীরিক পরীক্ষার পর এসএসকেএম-এর মেডিক্যাল বোর্ড জানিয়ে দেয়, তাঁর হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই।
এরপরেই সেখান থেকে সিবিআই হাজিরা এড়িয়ে সোজা চলে যান নিজের চিনার পার্কের ফ্ল্যাটে। ওই ফ্ল্যাট থেকে বিকেলে রওনা দেন বোলপুরের উদ্দেশে। রাত প্রায় ৮টা নাগাদ গাড়ি নিয়ে বোলপুরের নীচুপট্টি বাড়িতে ঢোকেন অনুব্রত।
Be the first to comment