অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন ইডির, মঙ্গলবার শুনানি

Spread the love

রাজনৈতিক মহলে বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল। অবশেষে বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে ইডি গ্রেফতার করতেই তাঁর দিল্লি যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যায়। এরপর শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন জানায় ইডি। এই আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার। ওয়ারেন্ট জারি হলেই অনুব্রতকে আসানসোল থেকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি।

সায়গল হোসেনকে আগেই দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি দফায় দফায় সুকন্যা সহ অনুব্রত ঘনিষ্ঠদের দিল্লিতে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। এরপর থেকেই রাজনৈতিক মহলের একাংশের অনুমান ছিল খুব তাড়াতাড়ি এবার অনুব্রতকেও রাজধানীতে নিয়ে যাওয়া হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হল। সূত্রের খবর অনুব্রতকে এবার তাঁর প্রাক্তন দেহরক্ষীর মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। ইতিমধ্যেই অনুব্রতর এক সময়ের ছায়াসঙ্গী সায়গলের জেলের মেয়াদ বাড়ানো হয়েছে।

শুক্রবার ছিল সায়গল মামলার শুনানি। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত নির্দেশ দেয় আরও ১৪ দিন জেল হেফাজতে থাকতে হবে সেহেগলকে। এর ফলে ১ ডিসেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় আদালত।অন্যদিকে এই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় ইডি এবং সেটা দিল্লিতে। একইসঙ্গে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির সামনে বসিয়েও জেরা করা হতে পারে অনুব্রতকে বলে মনে করা হচ্ছে। এই মামলার শুনানি আগামী মঙ্গলবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*