সামনে ২০১৯ লোকসভা নির্বাচন । একদিকে কেন্দ্রীয় শাসক দল বিজেপি ও অন্য দিকে বিজেপিকে পরাস্ত করতে মরিয়া সমস্ত বিরোধী দলগুলি। রামায়ণের হনুমানকে অনগ্রসর শ্রেণীভুক্ত আখ্যা দিয়ে সংবাদমাধ্যমে সম্প্রতি ঝড় তুলেছেন বিজেপি নেতা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার তার পাল্টা জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডল।
বীরভূমের মল্লারপুরে জনসভায় বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগ তুলে অনুব্রত জানিয়েছেন নিজেদের রাজনৈতিক স্বার্থে পৌরাণিক চরিত্রেরও অপব্যবহার করছে বিজেপি । বিভেদের রাজনীতির ফলে মানুষে মানুষে দূরত্ব বাড়ছে, বাড়ছে হিংসাত্মক ঘটনাও, যোগীর বিরুদ্ধে হুঙ্কার অনুব্রতর । তিনি জানিয়েছেন দেশের স্বার্থে পরবর্তী লোকসভা নির্বাচনে বিজেপিকে যে কোনও মূল্যে পরাস্ত করতে হবে, দাবি অনুব্রতর ।
২০১৯ এর আগেই বাংলার বিভিন্ন প্রান্তে রথযাত্রার আয়োজন করেছে বিজেপি । সেই প্রসঙ্গে তৃণমূলনেত্রীর সুরেই তিনি জানিয়েছেন বিজেপি ১৪ তারিখ রথযাত্রা করলে সেই একই পথে পবিত্রযাত্রা করবে তৃণমূল।
Be the first to comment