এখনই দিল্লি যাচ্ছেন না অনুব্রত। আইনি জটিলতায় দিল্লি হাইকোর্টে ফের পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের দায়ের করা মামলার শুনানি।আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা হতে পারে বলে খবর।
জানা যাচ্ছে, গরু পাচার সংক্রান্ত মামলাতেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে দুটি মামলা করেন সায়গাল হোসেন ও বিনয় মিশ্র। এই দুটি মামলা এখনও হাইকোর্টের বিচারপতি যশমিত সিং এর বেঞ্চে বিচারাধীন।এদিকে সেই একই এফআইআরের অংশ নিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা করা হয়। বুধবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি অনুপ জয়রাম ভাম্বানির এজলাসে। এদিন অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, একই মামলার অংশ কেন কেন আলাদা বেঞ্চে শুনানি? এরপরই বিচারপতি অনুপ জয়রাম ভাম্বানি অনুব্রতর দায়ের করা মামলাটি যশমিত সিং-এর বেঞ্চে পাঠিয়ে দেন।
গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে তৎপর ইডি।তবে অনুব্রতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দিল্লি যাত্রা আটকাতে মরিয়া অনুব্রতর আইনজীবীরা। তাই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। তাঁর হয়ে আদালতে সওয়াল করেছেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল।
Be the first to comment