ওটা বিজেপি করেছে, বিচারককে হুমকি চিঠি প্রসঙ্গে বললেন অনুব্রত

Spread the love

সিবিআই গ্রেফতার করার পর সেই মামলা চলছে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। এর আগের শুনানিতে বিচারক অনুব্রত মণ্ডলকে ফের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে কিছুদিন আগেই আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী একটি হুমকি চিঠি পেয়েছিলেন। এদিকে বিষয়টি নিয়ে মঙ্গলবার সন্ধেয় অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওটা বিজেপি করেছে।

অনুব্রত মণ্ডলের এই মন্তব্য নিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য কড়া ভাষায় জানিয়েছেন, তৃণমূলের ট্র্য়াক রেকর্ড তো অত্যন্ত ভাল। অনুব্রত মণ্ডল প্রকাশ্যে, ক্যামেরার সামনে, সাংবাদিকদের উপস্থিতিতে তাঁর একজন কর্মীকে নির্দেশ দিচ্ছেন বিজেপির ওই মেয়েটি একটি বাড়াবাড়ি করছে। ওকে গাঁজা কেস দিয়ে দাও। অতীতে এমন দেখা গিয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে গাঁজা কেসে যত লোককে ঢুকিয়ে রাখা হয়েছে জেলের মধ্যে, এত গাঁজার অস্তিত্ব পশ্চিমবঙ্গে নেই। বিভিন্ন সময়ে তাঁরা হুমকি দিচ্ছে। এখন আদালতে বিষয়টি জমা পড়েছে, আদালত দেখবে।

সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে শমীক বাবু আরও বলেন, এটা হাস্যকর অভিযোগ। বিজেপির এখনও পর্যন্ত এমন দায় হয়নি যে অনুব্রত মণ্ডল সম্পর্কে উড়ো চিঠি দিয়ে রাজনৈতিক আবহে নিজেকে প্রাসঙ্গিক করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*