অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো প্রশ্ন, অনুব্রতকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট? কেষ্টকে জেলে আটকালে কী হবে? মমতার কথায়, ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে? কেষ্টর বাড়িতে সিবিআই তাণ্ডব চালিয়েছে বলে দাবি করেন তিনি।
গরু পাচার মামলায় বৃহস্পতিবার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারায় এবং আর্থিক দুর্নীতি দমন আইনের ৭, ১০, ১১ এবং ১২ নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়েছে তাঁর নামে। মমতা এদিন বলেন, অনুব্রতকে অনেকবার এমপি, এমএলএ হতে বলছি। হয়নি। রাজ্যসভায় পাঠাতে চেয়েছি। যায়নি। তৃণমূল নেত্রীর কটাক্ষ, সব খবর সূত্রের মাধ্যমে জানা গেছে। হোয়াট ইজ সূত্র। সূত্র কী মলমূত্র?
গরু পাচার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, গরু পাচার, কয়লা পাচার ঠেকানোর দায়িত্ব কেন্দ্রের। কেন্দ্রীয় বাহিনীই দেশের সীমান্ত দেখভাল করে। কয়লার ব্যাপারটাই ওরাই দেখে। পুরোটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন। ফলে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে সীমান্ত দিয়ে গরু পাচার হয়েছে? কয়লা পাচারই কীভাবে হল?
অনুব্রত মণ্ডল নিয়ে কেন্দ্রীয় সরকার-বিজেপিকে তুলোধনা করলেও পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে এদিন কিছু বলেননি মমতা। তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানিয়ে দেন, অন্যায়ের সঙ্গে কোনও ভাবেই তৃণমূল কংগ্রেস আপস করবে না। কেউ দোষী প্রমাণিত হলে, আইন অনুযায়ী তিনি শাস্তি পাবেন। অন্যায়কে সমর্থন করি না। আইন আইনের পথে চলবে। বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করব না। মিডিয়া ট্রায়াল নিয়েও এদিন সুর চড়ান তৃণমূল নেত্রী।
Be the first to comment